এই সুইজ গেইটটি ২০০৮ সালের মে মাসে নেত্রকোণা সদর উপজেলার উপ প্রকল্প SSWRDSP-2 এর আওতায় LGED এর সহায়তায় ৬৫,০২,২৯৮/-টাকায় নির্মিত হয়েছে। উক্ত প্রকল্পের দাতা সংস্থ্যা ছিল ADB, Netharland, GOB. এবং নির্মাতা ছিলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের অসিম সিংহ। এই সুইজ গেইটটি থাকার ফলে এলাকায় অতিরিক্ত পানি প্রবেশ করতে পারে না। এতে করে বন্যা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস