ভূমিকাঃ নেত্রকোণা সদর উপজেলা থেকে প্রায় ৩ কি.মি. দক্ষিণে নেত্রকোণা- কেন্দুয়া ডিসি রোডের পশ্চিম পার্শ্বে বালুয়াকান্দা গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি অবস্থিত। অত্র ইউনিয়ন পরিষদ ১৯৬৭ সনে স্থাপিত হয়েছে। বিগত ২০০৫ সালেরর ১৯ শে সেপ্টম্বর ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়েছে।
ক) নাম– কাইলাটী ইউনিয়নপরিষদ।
খ) আয়তন– ১০.৪০ (বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ২৩০৩২ জন(প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা– ৩১টি।
ঙ) মৌজারসংখ্যা– ২০টি।
চ) হাট/বাজারসংখ্যা-০৯ টি।
ছ) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম– সিএনজি/রিক্সা।
জ) শিক্ষারহার–70%। (২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)
সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৬ টি,
বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০৯টি,
উচ্চবিদ্যালয় ২ টি,
মাদ্রাসা- ২ টি।
ঝ) দায়িত্বরতচেয়ারম্যান– জনাব মোঃ নাজমুল হক
ঞ) গুরুত্বর্পূণধর্মীয় স্থান- ১টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান–২টি
ঠ) ইউপিভবনস্থাপনকাল– ১৯৬৭ইং।
ড) নবগঠিতপরিষদেরবিবরণ–
১) শপথগ্রহণেরতারিখ– ১১/০৮/২০১১ইং
২) প্রথমসভারতারিখ– ১৪/০৮/২০১১ ইং
৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ– ১০/০৮/২০১৬ইং
ঢ) গ্রামসমূহেরনাম–
বড় কাইলাটী |
মাধবপুর |
ছোট কাইলাটী |
তাড়াকুড়ি |
বটতলা |
অরঙ্গবাদ |
সল্পইকান্দি |
পেড়ারগাতী |
সিদলাউড় |
চাপান |
বাণীপুর |
নওদার |
কান্দি |
খাসকান্দি |
ষোলপাই |
কাওয়ালীকোণা |
ভাসাপাড়া |
মৌজেবালী |
অনন্তপুর |
ফচিকা |
বিচিপাড়া |
হাইলোড়া |
কুতুবপুর |
দরুণবালী |
হরিপুর |
মৈশাখালী |
সাতবেড়ীকান্দা |
বনোয়াপাড়া |
বালুয়াকান্দা |
শিবনিবাস |
চরপাড়া |
|
ণ) ইউনিয়নপরিষদজনবল–
১) নির্বাচিতপরিষদসদস্য– ০৯ জন।
২) ইউনিয়নপরিষদসচিব– ০১ জন।
৩) ইউনিয়নগ্রামপুলিশ– ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস