যক্ষা ও কুষ্ট হাসপাতালটি ১৯৯৫ সনে বেলজিয়াম (ডেমোনিয়ান ফাউন্ডেশন) কতৃক প্রতিষ্টিত হয়েছে। উক্ত হাসপাতালটির ৮০ শতক ভূমির উপর নির্মিত হয়েছে যার জমি দাতা আব্দুসঃ শহিদ (মাষ্টার), আবু ওয়াহিদ বুলবুল ও আবু জাহিদ দুলদুল। হাসপাতালটি রোগীর সিট সংখ্যা ৬৪ টি এবং চতুর্মূখী একটি বেল্ডিং সহ মোট ৪টি বেল্ডিং রয়েছে। কাইলাটী ইউনিয়ন ছাড়াও অনেক দুরদুরান্তের মানুষ এই হাসপাতাল থেকে বিনা মূল্যে সেবা পাচ্ছে। যক্ষা থেকে রক্ষা করার জন্য রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করে আসছে এই হাসপাতালটি। এই হাসপাতালের ডাক্তার, আয়া সবাই রোগীদের কে আন্তরিক সেবা দান করে সুস্থ করে নিজ জীবিকা অর্জনের সুযোগ করে দিচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস