Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Gun Banned Notice
Details

কাইলাটী ইউনিয়নের সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার ২৫ আগষ্ট তারিখের ৪৪.০০.০০০০.০৭৭.২১.০২৫.২০২১.৩৩০ নং প্রজ্ঞাপনের আলোকে বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারী হতে ২০২৪ খ্রি. পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল  আগ্নেয়াস্ত্রের লাইসেন্স(কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতিত) স্থগিত করা হইল।স্থগিতকৃত লাইসেন্সভুক্ত  আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ  আগামী  ০৩-০৯-২০২৪ খ্রি. প্রতিনিধির মাধ্যমে জমা প্রদানের জন্য অনুরোধ করা হইল।উক্ত তারিখের মধ্যে  আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা না  দেওয়া না হইলে অবৈধ অস্ত্র হিসেবে গন্য করে অস্ত্র  আইনে মামলা হবে।ইতোমধ্যে যাদের   আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানা, জেলা ট্রেজারী ও আর্মস  ডিলারদের নিকট জমা রাখাআছে; তাদের ক্ষেত্রে অস্ত্র জমাদানের বিষয়টি প্রযোজ্য হবেনা। 

Images
Attachments
Publish Date
29/08/2024
Archieve Date
15/11/2024